দুর্ঘটনা

ময়মনসিংহের ভালুকায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ২:০৬:৪০ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ- ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।শনিবার ২২ শে ফেব্রুরায়ী ২০২৫ সকালে উপজেলার গফরগাঁও সড়কের ধীতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ পল্টন। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরজিনারী এলাকার মৃত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গফরগাঁও সড়কের ধীতপুর এলাকায় সকালে গফরগাঁওগামী একটি ট্রাক ভালুকার দিকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক নিহত হন। সিএনজির আরও চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার এ এস আই দুলাল কুন্ডু বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content