রাজনীতি

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়েছে

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ

মোঃ আবু বককার সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধিঃ ২৪ফেব্রুয়ারি সোমবার সকালে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় খুলনা বিভাগীয় টিমের প্রধান মোহাম্মদ শাফি ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান ইমদাদুল হক ছোট বাবু , ইমাদুল বাশারের নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়েছে। এবং তাদের সহযোগী ছিলেন ,মোঃ আবু বককার,মো: নাহিদ হাসান,

অত্র মাদ্রাসার শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান, মাহিম বিশ্বাস,প্রমুখ ।এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান ইমদাদুল হক ছোট বাবু বলেন,এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকাতলে
শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি ছাত্রদল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে। সন্ত্রাসমুক্ত নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা করা, খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, গবেষণা প্রভৃতি কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে থাকায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ বুকে ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকা বহন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারাই আগামী দিনে ছাত্রদল করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন তারা।

Author

আরও খবর

Sponsered content