প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১:৪৫ পি.এম
লোহাগড়ায় বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আপন দুই ভাই গ্রেফতার ,,

মোঃ মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধিঃ বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ লেহাগড়া পুলিশের কাছে গ্রেফতার হয়েছে আপন দুই ভাই । ২৩ শে ফেব্রুয়ারী ২০২৫ রোববার তাদেরকে আটক করেন। পুলিশ সুত্রে জানা যায় ,গোপন সংবাদ এর ভিক্তিতে রবিবার রাতে নড়াইলের লোহাগড়া থানার পুলিশের উপপরিদর্শক ( এস আই) সুমন হাওলাদার ও মামুন, এ এস আই ইলিয়াসসহ পুলিশ ফোর্সের একটি দল উপজেলার কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করেন। তাদের বাড়ি উপজেলার মদলহাটা গ্রামে। তারা দেলোয়ার শেখের ছেলে বাবুল (৪২) ও তার আপন ছোট ভাই বিপুল (৩৫)। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আশিকুর রহমান বলেন , ধলা বাবুলের নামে ১৪ টি মাদক নিয়ন্ত্রণ মামলাসহ মোট ১৭ টি মামলা আছে। আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © নিবন্ধন প্রক্রিয়াধীন @ মুক্তকথন গ্রুপ