দুর্ঘটনা

সাভারে পাকিজা ডায়িং কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৭:২২ প্রিন্ট সংস্করণ

মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারের পাকিজা ডায়িং কারখানার একটি গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে পাকিজা ডাইং এন্ড নিটিং কারখানার ওই ফেব্রিক্সের গোডাউনে ভয়াবহ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে পাকিজা কারখানার গুদাম ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে চামড়া শিল্প নগরীর আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় ১ ঘণ্টা পর সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

Author

আরও খবর

Sponsered content