শনিবার, ১০ মে ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
মেহেরপুর বাগোয়ানের আওয়ামী লীগ নেতা মিঃবাবুল মল্লিক আটক জয়পুরহাটে আটক মোঃ আপেল: মাদক সাম্রাজ্যের সম্রাটের পতন, শহীদ বিশাল হত্যা মামলার আসামি গ্রেফতার বাবা আব্দুস সাত্তারকে খুন করে তরুণী জান্নাতুল জাহান শিফা বীরগঞ্জে করলা ও ঝিঙ্গা গাছ কেটে দিল দুর্বৃত্তরা তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন  রঞ্জু, সম্পাদক রেজাউল করিম  শাহীন আল্লাহর ভালোবাসা—হৃদয়ের আকাশ জুড়ে অনন্ত শান্তির প্রভা ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামিক দেশগুলোতেই কেন শান্তিহীনতা? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা  সম্পন্ন, উপস্থিতি ৯০.৬৯ শতাংশ  আশুলিয়ার জামগড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

সীতাকুণ্ড উপজেলায় গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ক দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

Muktakathan News
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ Time View

মোঃ-জাহিদুল ইসলাম (রুমন)সীতাকুণ্ড চট্টগ্রামঃ সীতাকুণ্ড উপজেলায় আজ গ্রাম আদালতের দ্বিমাসিক সভার আয়োজন করা হয়েছে “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে; চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘গ্রাম আদালত সক্রিয়করণে সারা দেশের সকল ইউনিয়নে কাজ করছে গ্রাম আদালত।

আজ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কনফারেন্স রুমে গ্রাম আদালতের দ্বি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তারের সঞ্চিলনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ফখরুল ইসলাম।

তৃণমুলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন‍্যায় বিচার প্রাপ্তির জন‍্য সরকার গ্রাম আদালতের মাধ‍্যমে বিচারিক সেবা চালু করেছেন। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ,ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

সভাপতি তার বক্তব‍্যে বলেন,আমরা ঐক্যভাবে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের বিচারিক সেবা নিশ্চিত করার কাজটি করছে ইউনিয়ন পরিষদ। পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগন গ্রাম আদালত কার্যক্রমে বড় ভূমিকা পালন করতে হয়। বিচারিক প‍্যানেলে না থাকলে ও মামলা বা অভিযোগ গ্রহণ, নথি প্রস্তুত, রেজিস্টার সমূহ যথাযথ ভাবে প্রস্তুত ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগন।

এ সভার মধ‍্য দিয়ে গ্রাম আদালত আইন, বিধিমালা বিষয়ে নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে বলে মন্তব‍্য করেন তিনি। সভায় সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং পেন্ডিং মামলার চিত্র তুলে ধরা হয়।
প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করনে বিদ‍্যমান চ‍্যালেন্জ সমূহ উপস্থাপন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার ৯টি ইউনিয়নে সরকারী ভাতা প্রাপ্ত ইউপি সদস্যদের দ্বারা নিয়মিত মামলা গ্রহণ ও নিস্পত্তির মাধ‍্যমে গ্রাম আদালত চালু রাখার তাগিদ দেন।

গ্রামের মানুষ যাতে বিচারিক সেবা পেতে কোন ধরণের অসুবিধায় না পড়ে তা নিশ্চিত করার জন‍্য নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলার ৭টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং ২টি ইউনিয়নের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102