রাজনীতি

আওয়ামী লীগ আমারে ভোট দিতে দেয় নাই। হেরা আমডারে যে কষ্ট দিছে এই কষ্ট অনুযায়ী শরীরের এ ব্যথা কিছুই না

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১:২৯:৫০ প্রিন্ট সংস্করণ

 দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : শরীরে সেফটি পিন গেঁথে বিএনপি নেতাদের ছবি লাগিয়ে

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমাবেশে এসেছেন দেলোয়ার হোসেন নামের এ যুবক। তাকে ঘিরে মানুষের জটলা। কেউ ছবি তুলছেন। কেউ বা তার সঙ্গে কথা বলছেন। কথা বলা আর ছবি তোলায় যেন নিজেও বেশ আনন্দ পাচ্ছিলেন ঐ যুবক।

যুবকের নাম দেলোয়ার হোসেন। বিএনপির অন্ধভক্ত তিনি। এসেছেন গায়ে সেফটি পিন দিয়ে নেতাদের ছবি লাগিয়ে। এমন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেলোয়ার বলেন, আওয়ামী লীগ আমারে ভোট দিতে দেয় নাই। হেরা আমডারে যে কষ্ট দিছে এই কষ্ট অনুযায়ী শরীরের এ ব্যথা কিছুই না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দেখা মিলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা দেলোয়ারের।

তিনি জানান, সকাল ৮টায় শরীরে সেফটি পিন গেঁথে ছবি লাগান। মোট ছয়টি সেফটি পিনে দলীয় নেত্রী খালেদা জিয়াসহ ছয়জনের ছবি রয়েছে। থাকবেন সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত।

 

ছবিটি মুহুর্তেই অনলাইনে ভাইরাল হয়ে গেলে নেটিজেনদের পক্ষ থেকে আসছে বিভিন্ন ধরনের পজেটিভ ও নেগেটিভ মন্তব্য।

 

৩১ দফা বাস্তবায়নে আয়োজিত বিএনপির এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ ছাড়াও কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content