তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদরের ঐতিহ্যবাহী ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রাখালগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালীর সভাপতিত্বে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।
তরিকুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হানিফ শিকদার, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক হাসান আল মামুন বাপ্পি, খান গোলজার হোসেন, শেখ সেলিম উদ্দিন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুবনেতা ওমর আলী মুন্না, সাবেক ছাত্রনেতা শেখ সাজ্জাদ হোসেন, রাখালগাছি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম গোরা, ১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হেমায়েত হাওলাদার, সাধারণ সম্পাদক হাওলাদার মনিরুজ্জামান, ৮নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলী আকবর, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী'সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ সালাম বলেন, কোমলমতি শিশুদের লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা করতে হবে, তাহলে তাদের মন ভালো থাকবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য বাচ্চাদের খেলাধুলার প্রয়োজন। গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে এমন জাকজমকপূর্ণ আয়োজন আমি আগে কখনো দেখিনি। এই বিদ্যালয়ে এত বড় একটি খেলার মাঠ রয়েছে, এই মাঠে তরুণরা খেলাধুলা করতে পারে। শহর অঞ্চলে বড় বড় স্কুল কলেজ আছে কিন্তু খেলার জন্য এত বড় মাঠ নেই। শহরের চেয়ে গ্রামের মানুষ অনেক শান্তিতে আছে। তিনি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দলীয় নেতাকর্মীদের গণতান্ত্রিক চর্চার নির্দেশনা দিয়েছেন। আমরা এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি, ক্ষমতায় কে যাবে তার সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ। আমরা সুযোগ পেলে আগামীতে এদেশের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই।