বিনোদন

চট্টগ্রাম অনুর্ধধ -১৬ জেলা দলকে হারিয়ে ফাইনাল খেলবে আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমি

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৩৩:২০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা, বিনোদন ডেস্ক:- অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম অনুর্ধধ-১৬ জেলার দলকে ৪ ম্যাচে ৪জয় নিয়ে ফাইনালে পা রাখেন দলটি।

আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির অলরাউন্ডার খেলোয়াড় মিনহাজুল হক রাহাত অপরাজিত (৫৩) রান করে দলকে ফাইনালে প্রস্তুতি নিয়ে এবার মাঠে দক্ষিণ জেলা ক্রিকেটার। সে ভাবছে আনোয়ারা মান রাখার কথা নতুন প্রজন্মের আইডল এ খেলোয়ার। তিনি বলেন সব কিছু সম্ভব হয়েছে আমার মা ও বাবা সহযোগিতা পরিবারের সকলের দয়াতে। কারন আমার ক্রিকেট টিমের সকল ইচ্ছা বাবা পাশে থাকায় মায়ের আদরের জন্য । আর ধন্যবাদ জানায় আমাদের আনোয়ারার ক্রিকেট একাডেমির টিম ও কোর্চ কে।আমাকে আজ পদবী পাওয়ার ও সব বিষয়ে পারদর্শী করে তুলতে সহযোগিতা করায়। আগামী দিনের এর চায়তে ভালো করার আশাবাদী।

Author

আরও খবর

Sponsered content