নেত্রকোণা, প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণ-বিক্ষোভ হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকায় এলাকাবাসীর আয়োজন এ মানববন্ধন ও গণ-বিক্ষোভ হয়৷
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে রাখেন কামরুন্নার সুজনা আক্তার, শেলিনা আক্তার, হামিদা খাতুন, মোমেনা আক্তার, দুলাল মিয়া, নূরুজ্জামান,আল আমিন, মো.সাইদুল ইসলাম, আওলাদ হোসেন, জয়নাল আবেদীন, ফরিদ, শাহীন মিয়া,আব্দুল ছালাম।
বক্তারা বলেন , গত বুধবার শাহজাহান কে জড়িয় একটি মিথ্যা মামলা করা হয়েছে। প্রকৃতপক্ষে শাহজাহান এ ঘটনার সাথে কেনোভাবেই জড়িত না৷ সে সব সময় অসহায়দের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করেছে। আমরা তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি প্রত্যাহারের দাবি জানাই।
মানববন্ধন শেষে একটি গণ-বিক্ষোভ মিছিল পৌশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কাজে বাধা প্রদান এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. শাহজাহান সহ ৭ জনের নাম উল্লেখ করে উপজেলা প্রশাসন কর্তৃক মামলা করা হয়।