সারাদেশ

পঞ্চগড়ের বোদায় সয়াবিন তেল জব্দ আটক-২

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ

মোঃ খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় অবৈধ সয়াবিন তেল কারখানায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ১৩২ লিটার তেল জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে অনুমোদনহীন অবৈধ প্রক্রিয়ায় যুক্ত থাকায় কারখানাটির মালিক ইব্রাহিম আজিজ রুবেল (৩৬) ও কর্মচারী রাকিব হাসানকে (২৪) গ্রেফতার করা হয়।

গোপন সংবাদেরভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মাঝগ্রাম এলাকায় নামবিহীন কারখনায় অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির নকল লেবেল লাগা সয়াবিন তেলের বোতলসহ প্যাকেট ও দুটি পিকাআপ জব্দ করে।

পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে সরকারের কর ফাঁকি দিয়ে খোলা সয়াবিন তেল বোতলজাত করে আসছিলেন তারা। এ ঘটনায় আটকের পর তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। জব্দকৃত তেলের বাজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান , অনুমোদিনহীন অবৈধ প্রতিষ্ঠান গড়ে তুলেন আজিজ। দীর্ঘদিন ধরে খোলা তেল ড্রামে করে নিয়ে এসে বিভিন্ন কোম্পানির ভুয়া লেবেল তৈরি করে বোতলজাত তেল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতে নাতে আটক করা হয়। একই সাথে তেল সহ দুটি পিকআপ জব্দ করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content