দুর্ঘটনা

মধ্যনগরে ১০বছরের শিশু নিখোঁজ ৮ দিন পর থানায় জিডি

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১:২২:৩৩ প্রিন্ট সংস্করণ

মধ্যনগর প্রতিনিধিঃ  মধ্যনগরে ১০বছরের শিশু ছেলে নিখোঁজ এর ঘটনা ঘটেছে।এ ঘটনায় নিখোঁজ শিশুর বাবা লিটন মিয়া মধ্যনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন।

নিখোঁজ শিশু মোঃ মুছা আলী (১০) উপজেলার ৩নং চামরদানী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিধলী গ্ৰামের হতদরিদ্র কৃষক লিটন মিয়ার ছেলে।সে তার নিজ গ্ৰামে বাবা মায়ের সাথে বসবাস করতো।

মধ্যনগর থানায় জিডি সূত্রে জানা যায় গত ১৯ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল আনুমানিক ১০ঘটিকার সময় নিজ বাড়ি থেকেই নিখোঁজ হয়। জিডি নং৮৯৫, তারিখ ২৬-০২-২০২৫ইং।
তদন্তকারী কর্মকর্তা মধ্যনগর থানার এসআই আলমগীর হোসেনর কাছে জানতে চাইলে তিনি জানান পুলিশের পক্ষ থেকে তাকে খোঁজার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
ভূক্তভোগী পরিবার ও পুলিশের পক্ষ থেকে নিখোঁজ মোঃ মুছা আলী কে খোঁজার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

কোন হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নিখোঁজের বাবার মোবাইল নং০১৩১৯১২৩৭৬৭।

বিঃদ্রঃ সে বাড়ি থেকে যাওয়ার সময় তার শরীরে গেঞ্জি,কোমড়ে প্যান্ট,পায়ে সেন্ডেল ছিল।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content