সারাদেশ

সাভার আশুলিয়ায় মাদক হিরোদের জেরে যুবককে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৫৭:৫২ প্রিন্ট সংস্করণ

সহ সম্পাদক,মোঃ আসিফুজ্জামান আসিফঃ  সাভারের আশুলিয়ায় মাদক নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নিহত মোমেনুল ইসলাম মোমিন (২৮) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে। সে পরিবারের সাথে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করতো বলে জানা যায়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), একই এলাকার হারুন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), দক্ষিণ গাজীরচট এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে মো: আলিফ (১৮) ও একই এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে রমজান (২৬), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামঘর পূর্ব পাড়া এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে মো: ইব্রাহিম (৪৮) এবং একজন কিশোর অপরাধী রয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা নিয়ে রুবেল ও মোমিনের মধ্যে ঝামেলা চলছে। রুবেল বিভিন্ন সময় মোমিনকে তার আন্ডারে মাদক ব্যবসা করার জন্য প্রস্তাব দেয়। মোমিন তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে গতকাল রাতে রুবেলের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ মোমিনকে কুপিয়ে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শী ইমরুল হাসান জানান, গতকাল রাতে একসাথে বাসায় আসার সময় ঘটনাস্থলের পাশের একটি চটপটির দোকানে সামনে তাদেরকে দাঁড়ানো অবস্থায় দেখতে পাই। পরে আমি মোমিনকে দৌড়ে পালাতে বলি। এ সময় মোমিনকে দৌড়ে পালানোর চেষ্টা করলে পাশের একটি মুদি দোকানের সামনে গিয়ে পরে যায়। এ সময় রুবেল তার নিকট থেকে ২টি সুইচগিয়ার বের করে নাজমুল ও আসিফের হাতে তুলে দেয় তাকে মারার জন্য। পরে তারা তাকে প্রকাশ্যে রাস্তার ওপর কুপিয়ে আহত করে। পরে পাশেই থাকা রিপনের মোটরসাইকেলে করে তাকে উদ্ধার করে স্থানীয় সোহেল স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার কিছু সময় পর তার মৃত্যু হয়।
নিহতের বন্ধু সামিম হোসেন বলেন, কিশোর গ্যাং তৈরির কারিগর রুবেল হোসেন গতকাল রাতে একবার ওর (মোমিন) বাসায় হামলা করে৷ পরে ওকে (মোমিন) না পেয়ে ওর পিছনে লোক লাগায়। পরে রাতে ওকে রাস্তায় পেরে কুপিয়ে হত্যা করেছে। রুবেলের নিজস্ব মাদকের আখড়া রয়েছে। আমরা তার বিচার চাই।

নিহতের স্ত্রী বিউটি আক্তার বলেন, রুবেল মাদকের ব্যবসা করতো। ওইসব করার জন্য সে আমার স্বামীকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে, সে রাজি হয় নাই৷ পরে আমাকেও প্রস্তাব দিয়েছে আমিও মানা করে দিয়েছি। পরে হুমকি দিয়েছে। তাও না শোনায় পরে বলেছে, একবারে মেরে দিমু। পরে একবারে মেরে ফেললো। আমি এই হত্যার বিচার চাই।
পুলিশ জানায়, হত্যাকান্ডের ১ ঘন্টার মধ্যে থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের মধ্যে নজরুল ও আসিফ নিজে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গতকাল রাত ১১টার দিকে বাইপাইল বসুন্ধরা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রুবেলের নেতৃত্বে মোমিন নামের একজনকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে রাত আড়াইটার দিকে সে মারা যায়। পরে আমরা অভিযান চালিয়ে ৬ জনকে আটক করি। আটকরা প্রাথমিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এছাড়াও নিহতের মৃত্যুদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বাকলিয়ায় ৪টি সেমাই ফ্যাক্টরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান 

ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ও জনতার মুখোমুখি —আহসান উদ্দিন খান শিপন

চাঁদাবাজির জালে বন্দী জনগণ: অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জবাবদিহির দাবি

নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির সত্যতা মিলেছে

এবার শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের মামলা

দক্ষিণ ২৪পরগনার জেলার জমিয়ত উলামা হিন্দের সম্পাদক মুফতি আমিন উদ্দিন সরদারের উপস্থিতে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন