উন্নয়ন

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি হিরো মেগা সার্ভিস ক্যাম্প শুরু

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ২:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ

মাহিদুল ইসলাম ফরহাদ,,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপি হিরো মেগা সার্ভিস ক্যাম্প।বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বারঘরিয়া বাজারের দৃষ্টিনন্দন পার্কে প্রধান অতিথি হিসেবে এই মেগা সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন জেলা

জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।বিশেষ অতিথি ছিলেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল খায়ের।কামাল মটরস এর স্বত্তাধিকারী ইকবাল আহমেদ সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হিরো কোম্পানীর সিএফও বিজয় কুমার মন্ডল, হেড অব ন্যাশনাল সেলস রাসেদুল ইসলাম, রেজিওনাল ম্যানেজার বিশ্বজিত ভট্টাচার্জ্য, রেজি. আফটার সেলস ম্যানেজার এনায়েত কাজী, মোকাররম হোসেন, হেড অব সার্ভিস শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
হিরো’র ডিলার ইকবাল আহমেদ জানান, নিলয় হিরো ও কামাল মটরস এর উদ্যোগে ৩ দিনব্যাপি মেগা সার্ভিস ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ, ফ্রি ফোম ওয়াশ, সার্ভিসিং, পলিশ, টেকনিক্যাল সাপোর্ট এবং এক্সোসরিজ, জেনুইন পার্টস্ ও ইঞ্জিন অয়েল ক্রয়ের ক্ষেত্রে ছাড়।

 

এছাড়াও রয়েছে ফ্রি নাস্তা, গেমস, মেডিকেল চেক আপ, ফটো বুথ, র‌্যাফেল ড্র ও গিফট। ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ক্যাম্প।

Author

আরও খবর

Sponsered content