আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম পাটোয়ারী পাড়ার আব্দুর রউফ এনডিসি ও আজমিরা বেগম দম্পতির মেজো ছেলে সাঈদ আবদুল্লাহ রিভু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ (ইইই-EEE) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মেধা তালিকায় ৩৫০ তম স্থান তার। উল্লেখ্য যে সাঈদ আব্দুল্লাহ রিভু কুয়েটে ভর্তি হওয়ার পর আবারো তার মেধায় বুয়েটে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে সুপারিশ প্রাপ্ত হয়েছে।
সাঈদ আব্দুল্লাহ রিভু ঢাকার স্বনামধন্য গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সফলতার সাথে উত্তীর্ণ হন।
সাঈদ আব্দুল্লাহ রিভু এর সাথে কথা হলে সে জানায়, আমি আমার মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার এই সফলতার পিছনে রয়েছে আমার আম্মু/ আব্বু ও পরিবারের সবারই একান্ত প্রচেষ্টা ও সহযোগীয় আমি আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাইছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার শিক্ষা জীবন শেষ করে দেশের জন্য কিছু করতে পারি।