সারাদেশ

মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান-গোল ব্রিকস ইটভাটা উচ্ছেদ

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৭:২০ প্রিন্ট সংস্করণ

সাব্বির হাসান,যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গোল্ড ব্রিকস নামে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যাণ্ড) নিয়াজ মাখদুম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুরে অবস্থিত গোল্ড ব্রিকস ইটভাটায় অভিযান চালান। এসময় এস্কোভেটর দিয়ে ভাটার সিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। এ

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‍্যাব ও মণিরামপুর থানার পুলিশ সদস্যরা অংশ নেন।এরআগে গত ১৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান গোল্ড ভাটা গুঁড়িয়ে দিতে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন। তখন তিনি ৫ লাখ টাকা জরিমানা আদায় করে ফিরে আসেন। মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যাণ্ড) নিয়াজ মাখদুম, বলেন গোল্ড ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত করছিলেন মালিকপক্ষ। গোল্ড ব্রিকস ভাটার কোন কাগজপত্র ছিল না। জেলা প্রশাসকের নির্দেশে গোল্ড ব্রিকস ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content