অনুসন্ধান

সরাইলের চুন্টায় অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রয়ের দায়ে এক মাসের কারাদণ্ড

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া) : ব্রাহ্মণ বাড়িয়া জেলার, সরাইল উপজেলার চুণ্ট বাজারে ২৬-০২-২৫ইং তারিখে, সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অভিযান অভিযান পরিচালনা করা হয়। এই সময় একটি দোকানে অবৈধ ভাবে টিসিবি পণ্য (সয়াবিন তেল) বিক্রি করার সময় দোকানদার কে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি করে দোকানে ৩৭ টি সয়াবিন তেলের বোতল পাওয়া যায়। সরকারি নির্দেশে অমান্য করে অবৈধভাবে দোকানে টিসিবি পণ্য রাখার দায়ে দোকানীকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট টিসিবি ডিলার এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এর ফলে এলাকার সাধারণ মানুষ সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

Author

আরও খবর

Sponsered content