উৎসব অনুৃষ্ঠান

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রমজানের চাঁদ দেখা গেছে, শনিবার থেকে শুরু রোজা

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:০৪:৩৪ প্রিন্ট সংস্করণ

আরিফুল ইসলাম চট্টগ্রাম জেলা প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ (২৮ ফেব্রুয়ারি ২০২৫) শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে সেখানে রোজা পালন শুরু হবে।

সৌদি আরবের ঘোষণা
সৌদি আরবের সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছে যে, দেশটির আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই শাবান মাস ২৯ দিনে পূর্ণ হচ্ছে এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে মাহে রমজান।
যেসব দেশে শনিবার রোজা শুরু হবে
সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, তুরস্ক এবং ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে শনিবার থেকে রমজান পালিত হবে।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলও ঘোষণা করেছে যে, জ্যোতির্বিদ্যার গণনার ভিত্তিতে দেশটিতে ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় আজ চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে রমজান শুরু হবে আগামী রবিবার (২ মার্চ)।

বাংলাদেশে রমজান শুরুর বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। তাই বাংলাদেশে রমজানের প্রথম দিন ২ মার্চ (রবিবার) হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
মুসলিম উম্মাহর জন্য বরকতময় এ মাসটি শান্তি, সংযম ও ইবাদতের মাধ্যমে কাটুক—এটাই সবার কামনা।

Author

আরও খবর

Sponsered content