শনিবার (২ মার্চ ২০২৫) এই উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ গয়াছ মিয়া। এছাড়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আ.স.ক) ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াওর আলী এবং আইন সহায়তা ফাউন্ডেশন সিলেট জেলা দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল আহমদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
হাসান ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ বাসীরুল হাসান জানান, ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও দুর্যোগ ও সংকট মোকাবেলায় অসহায় মানুষের পাশে থাকবে।
এই কর্মসূচির আওতায় ওসমানীনগরের যেসব মাদ্রাসা ও এতিমখানায় রমজানের উপহার বিতরণ করা হয় সেগুলো হলো—
হযরত শাহজালাল (রাহ.) কামিল মাদ্রাসা, ব্রাহ্মণ গ্রাম, প্রথমপাশা জামেয়া মোহাম্মাদিয়া আবাসিক মাদ্রাসা, দারুন আযহার মডেল মাদ্রাসা, গোয়ালা বাজার, হযরত শাহজালাল (রাহ.) এতিমখানা, দুনিয়ার বোন
উপহার বিতরণ শেষে প্রতিটি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়।