শুক্রবার (তারিখ উল্লেখ করুন) সন্ধ্যায় পশ্চিম রামচন্দ্রপুর (হিন্দুপাড়া) এলাকার সড়কের পাশে এই বট-পাকুর গাছের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে নতুন ধুতি-শাড়ি দিয়ে গাছগুলো সাজানো হয় এবং গীতা পাঠ, পূজা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দা সনজিত মোহন্ত জানান, ১৯৮০-এর দশকে এই গ্রামে মিন্টু চন্দ্র সিং প্রথমবার বট-পাকুর গাছের মধ্যে বিয়ের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতায় আবারও দুর্ঘটনা রোধ এবং সকল মানুষের মঙ্গল কামনায় এই আয়োজন করা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় লিটন চন্দ্র, রেখা রানী, নিভা রানী, জ্যোৎস্না রানী, শুক্লা রানীসহ অনেকেই। গ্রামবাসীরা বিশ্বাস করেন, এই আচার-অনুষ্ঠানের মাধ্যমে দুর্ঘটনার হার কমবে এবং এলাকার সবার মঙ্গল হবে।