সারাদেশ

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ২:২৬:০৫ প্রিন্ট সংস্করণ

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ  মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তার দৃষ্টিশক্তি। দৃষ্টি হারানো মানে অন্ধকারে ডুবে যাওয়া, স্বপ্ন হারিয়ে ফেলা। কিন্তু যদি সেই আলো আবার ফিরিয়ে দেওয়া যায় কার না ভালো লাগে বলছিলাম “আলো ফিরে পাওয়ার গল্প”।

নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানুষের জন্য আলো ফেরানোর সেই মহৎ উদ্যোগ হাতে নিয়েছে। সহযোগিতায় ছিলেন আল- বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সাতকানিয়া বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রায় পাঁচ হাজার পাঁচশত (৫,৫০০) অসহায় ও দুস্থ মানুষ রেজিষ্ট্রেশন করে, বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। যেমন রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এসময় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। যেসব রোগীদের চোখের ছানি, লেন্স প্রতিস্থাপন ও নেত্রনালির সমস্যা তাদের মধ্যে ত্রিশ (৩০) জনকে সার্জারির জন্য মনোনীত করা হয়। এবং ২৮ ফেব্রুয়ারি ২০২৫, চট্টগ্রাম মহানগরীর একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালে সকল রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যস্থাপনায় ও আল- বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের পক্ষ থেকে বিনামূল্যে যেসব সুবিধা প্রদান করা হয়েছে। অপারেশনের সম্পূর্ণ ব্যয়ভার,
অপারেশন পরবর্তী ওষুধ ও প্রয়োজনীয় চশমা, ফলোআপ চিকিৎসার ব্যবস্থা, রোগী ও তাদের স্বজনদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা, সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা।

নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি সাঈদ হাসান খালিদ বলেন, আমাদের ফাউন্ডেশন সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে ছিল, আছে, এবং থাকবে যতদিন মানবতার আলো জ্বলে।

তিনি আরো বলেন, আমাদের সহযোগিতায় আরও অনেক দৃষ্টিহীন মানুষ আলোর মুখ দেখবে। আসুন, আমরা একসঙ্গে কাজ করে এগিয়ে যাই মানবতার এই পথে। আপনিও হতে পারেন আলো ফেরানোর কারিগর!।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content