সারাদেশ

মধ্যনগর উপজেলাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মমিনুল হক বেনু মিয়া

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৮:২০:৩৮ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি: আজ শনিবার (১ মার্চ ২০২৫) দিবাগত রাত সেহরি খাওয়ার মধ্য দিয়ে ২রা মার্চ প্রথম রোজা। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধ্যনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু মিয়া বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ

সকল মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র রমজান মুসলমানদের জন্য এক মহান মাস, যেটি আত্মশুদ্ধি, ধৈর্য ও একে অপরের প্রতি সহানুভূতির সময়। এই মাসের পবিত্রতা উপলক্ষ্যে সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেছেন।
সাবেক ছাত্রনেতা মমিনুল হক বেনু মিয়া এক বিবৃতিতে পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, “রমজান মাস মুসলমানদের জন্য আল্লাহর রহমত, ক্ষমা ও মুক্তির মাস। এই মাসে সিয়াম সাধনা, নফসের আত্মশুদ্ধি, দান-খয়রাত এবং মুসলিম উম্মাহর প্রতি সহানুভূতির মাধ্যমে আমরা আত্মিক উন্নতি অর্জন করি। রমজান আমাদের একে অপরের পাশে দাঁড়ানোর, ভালোবাসা ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। আমি মধ্যনগর উপজেলা সহ বিশ্বের সকল মুসলমানকে রমজানের শুভেচ্ছা জানাই এবং আল্লাহর কাছে এই মাসের রহমত কামনা করি।”

সাবেক ছাত্রনেতা মমিনুল হক বেনু মিয়া শুভেচ্ছাবার্তায় পবিত্র রমজান মাসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে বলেন, “এই পবিত্র মাস আমাদের কাছে মহান শিক্ষা প্রদান করে, যা আমাদের জীবনকে আরও সুন্দর ও আধ্যাত্মিকভাবে পূর্ণতা দেয়। রমজান মাসে সিয়াম পালন, দান-খয়রাত এবং আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়। এই মাসে আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং অসহায়দের পাশে দাঁড়ানো। আমি সকল মুসলিম ভাই-বোনদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে রমজান মাসের পূর্ণ বরকত প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন- “রমজান আমাদেরকে শুধু উপবাস রাখে না, বরং এটি আমাদের হৃদয়ে মানবিকতা, সহানুভূতি ও একতা তৈরি করে। আমরা আমাদের পরিবার, সমাজ ও দেশকে শান্তি ও ঐক্যের বার্তা দিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবো। এই মাসে আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমাদের সকলের জীবন আরও বেশি সুন্দর ও পূর্ণতা লাভ করে, “রমজান মাসে আমাদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য করা, যাতে তারা নিজেদের প্রয়োজন মেটাতে পারে এবং এই মাসে তাদেরও শান্তি ও আনন্দ পাওয়া যায়। এই মাসে দান-খয়রাত করা আমাদের সবার দায়িত্ব এবং এতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব।” আধ্যাত্মিকতা উপলব্ধি করে নিজেদের জীবনকে আরও ভালো করার জন্য আহ্বান জানিয়ে তিনি সবাইকে একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও তিনি আশা প্রকাশ করেন যে, রমজান মাসের পবিত্রতা সমাজে শান্তি এবং সমৃদ্ধির বার্তাবরণ তৈরি করবে, যা দেশের উন্নয়নের পথে একটি মাইলফলক হয়ে দাঁড়াবে।
সুরঞ্জন তালুকদার
মধ্যনগর প্রতিনিধি
মোবাইল ০১৭১৫৭৭৪৪৫৮
০১-০৩-২০২৫ইং

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content