মোঃ আসিফুজ্জামান আসিফঃ ঢাকার আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করলেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু।
সোমবার (৩রা মার্চ) দুপুর ২টার দিকে তিনি আশুলিয়া থানায় যোগদান করেন। এ সময় আশুলিয়া থানার অন্যান্য অফিসারগন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মনিরুল হক ডাবলু ১৯৭৮ সালে রাজবাড়ীর জেলার গোয়ালন্দ থানার বাহাদুরপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দান করেন।