শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ

ইসলামের নামে শকুনের নৃত্য, এক ধ্বংসযজ্ঞের প্রতিচিত্র

Muktakathan News
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২০ Time View

জাহেদুল ইসলাম আল রাইয়ানঃ  ইসলাম, যে ধর্মের প্রতিটি বর্ণে আছে ন্যায়বিচার, যে আদর্শ রক্তস্নাত ত্যাগ আর আত্মসমর্পণের ইতিহাসে মোড়ানো, সেই ইসলামকে আজ একদল কপট শকুন নিজেদের লোভের খাদ্য বানিয়ে গিলে খাচ্ছে। রাজনীতির ঘুনে ধরা আসনে বসে এরা ইসলামকে এমনভাবে বিকৃত করছে, যেন ইসলাম কেবল তাদের ক্ষমতার সিঁড়ি। ধর্মীয় লেবাস গায়ে চাপিয়ে, কপালে সেজদার চিহ্ন এঁকে, হাতে তসবিহ ঝুলিয়ে তারা ইসলামের পবিত্র নাম নিয়ে যে প্রতারণার নষ্ট খেলায় মেতেছে, তা কেবল মুনাফেকির সর্বোচ্চ শিখরই নয়—বরং তা ইসলামের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ।

এরা ইসলামের তলোয়ার নয়, ইসলামের কসাই। এরা নবীজি সা. এর অনুসারী নয়, বরং ইয়াজিদের আত্মজা। ইসলাম যেখানে সত্যের মশাল, সেখানে এরা ইসলামের নাম নিয়ে মিথ্যার জাল বোনে। যেখানে ইসলাম সাম্যের প্রতীক, সেখানে তারা ক্ষমতার মোহে জাতিকে বিভক্ত করে, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানায়, সাধারণ মানুষের ঈমানকে কলুষিত করে। তাদের ভাষণে থাকে ইসলামের নাম, কিন্তু তাদের অন্তরে দানবের বাস।

★শকুনের রাজনীতি, ক্ষমতার জন্য ধর্মের বেচাকেনা

আজকের রাজনীতির মঞ্চে ইসলাম নিছক এক পণ্য, এক বিক্রিত মাল, যার নিলাম হয় ভোটের বাজারে। ক্ষমতার লোভে একদল ইসলামের খোলস পরে, অথচ শয়তানের জিহ্বা নিয়ে কথা বলে। অন্যদিকে আরেক দল ইসলামের শিকড় উপড়ে ফেলে এক নাস্তিক রাষ্ট্রব্যবস্থা চাপিয়ে দিতে চায়। একদল ইসলামের নামে শাসন করতে চায়, কিন্তু ইসলামের নীতির ছিটেফোঁটাও মানে না। অন্যদল ইসলামকে ধ্বংস করতে চায়, অথচ সুযোগ পেলেই ইসলামের পোশাক গায়ে তোলে।

এই কপট নষ্ট রাজনীতি এমন এক ভয়াবহ বিভ্রান্তি সৃষ্টি করেছে, যেখানে মানুষ বুঝতেই পারছে না সত্যিকারের ইসলাম কোথায়! কেউ ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে, কেউ আবার ধর্মকে মুক্তচিন্তার নামে কবর দিতে চায়। ইসলামের সৌন্দর্যকে কলুষিত করে কেউ গদি দখলের খেলা খেলছে, আবার কেউ ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে। দু’পক্ষই ইসলামের শত্রু—দু’পক্ষই ধ্বংসযজ্ঞের কারিগর।

★ প্রতারণার মুখোশ উন্মোচন করতেই হবে!

এদের মুখোশ খুলতে হবে, এদের শয়তানি ষড়যন্ত্র রুখতে হবে! ইসলাম কেবল মুখের বুলি নয়, ইসলাম কেবল সেজদার চিহ্ন নয়, ইসলাম সত্য, ইসলাম ন্যায়বিচার, ইসলাম আলো। যারা ইসলামের নামে প্রতারণা করছে, তাদের প্রতিহত করতেই হবে। যারা ধর্মকে ক্ষমতার হাতিয়ার বানিয়েছে, তাদের হাত থেকে এই পবিত্র ধর্মকে রক্ষা করতেই হবে। নইলে শকুনের থাবায় ক্ষতবিক্ষত ইসলাম একদিন মানুষের মন থেকে মুছে যাবে, ঈমানের মশাল নিভে যাবে, এবং আমরা হারিয়ে যাব এক ভয়ংকর অন্ধকারের অতল গহ্বরে।

এই শয়তানের রাজত্ব চিরস্থায়ী হতে দেওয়া যায় না। যারা ইসলামের নাম নিয়ে ইসলামের পিঠে ছুরি মারে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সময়ের দাবি! নইলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না, ইসলাম আমাদের ক্ষমা করবে না!

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102