মোঃ আসিফুজ্জামান আসিফঃ ঢাকা জেলা পুলিশের কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, ঢাকা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি-২০২৫ এর নির্দেশনায় ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্ব ডিবি (উত্তর), ঢাকা জেলার একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর স্ট্যান্ড সহ ব্যাংক টাউন স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ইব্রাহিম (২৫), পিতা-মৃত বুদ্ধ ফকির, মাতা-রিনা আক্তার, সাং-মজিদপুর, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মোঃ সোহানুর রহমান (২৮), পিতা-মোঃ আঃ মালেক, মাতা-মনোয়ারা বেগম, সাং-রাই দক্ষিন,থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-আড়াপাড়া,রশিদ মেম্বারের মোড়, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ রাজু (২০), পিতা-মৃত নজরুল শেখ, মাতা-কহিনুর বেগম, সাং-ব্যাংক কলোনী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ আসলাম (২৯), পিতা-মৃত আব্দুল গনি, মাতা-নুরুন নাহার,সাং-ছোট বলিমেহের, থানা-সাভার,জেলা-ঢাকা, ৫। লিটন (২১), পিতা-মৃত আব্দুল হামিদ, মাতা-মৃত সালমা খাতুন, সাং-ছাগল ডাংগি, থানা-বালিয়াডাঙ্গি, জেলা- ঠাকুরগাঁও, এ/পি সাং-তেতুলঝোড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ধৃত করেন। উক্ত আসামীদের ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত সাভার আশুলিয়া সহ আশপাশ এলাকায় ছিনতাই/ডাকাতি করিয়া আসিতেছে।