উন্নয়ন

মরহুম হাজী ইসমাইল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ১:২৭:১৮ প্রিন্ট সংস্করণ

ইসমাইল ইমন চট্টগ্রাম বিভাগীয় প্রধানঃ  পবিত্র রমজান মাস উপলক্ষে মরহুম হাজী ইসমাইল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৪ মার্চ মঙ্গলবার কালামিয়া বাজার ইপিক নুর ল্যান্ডমার্ক মার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুছা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সবার উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম হাজী ইসমাইল স্মৃতি ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়।”

তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের জন্য দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে, যাতে কেউ অভুক্ত না থাকে। চট্টগ্রাম সিটি করপোরেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সবসময় উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রোসাঙ্গির আলমগীর, কামরুল এবং ইসমাইল হোসেন লেদু।

আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তারা আশাবাদী, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content