অভিযান

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে বাজার মনিটরিং করেন সরাইল উপজেলা প্রশাসন

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ১:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া):  ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইলে পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার কালিকচ্ছ বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান বলেন, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে, সোমবার উপজেলার বারিউড়া ও সরাইল বড় বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এই সময় ৪ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে পবিত্র রমজান মাসে শুরুতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং করায় প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন।

Author

আরও খবর

Sponsered content