সারাদেশ

জেলা প্রশাসক কার্যালয়ে লটারির মাধ্যমে কর্মচারীদের বদলী,পদায়ন সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৩:৩৬:১৩ প্রিন্ট সংস্করণ

ইসমাইল ইমন চট্টগ্রাম বিভাগীয় প্রধানঃ  .০৫ মার্চ বুধবার দুপুর ১২:০০ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে বিজ্ঞ জেলা প্রশাসকের সভাপতিত্বে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ও উপজেলা ভূমি অফিসের এই তিনটি কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্বছ বদলি লটারি সভা আয়োজন করা হয়। এই লটারিতে যে কর্মচারীগণ ৩ বছরের অধিক একই শাখায় কাজ করছেন তাদের বদলি পদায়ন এর লটারি অনুষ্ঠিত হয় এবং মোট ৬৪ জন কর্মচারীর বদলি নির্ধারিত হয়। স্বচ্ছ বক্সে উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারীগণ নিজেরাই নিজেদের বদলি ভাগ্য নির্ধারণ করেন। কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে এই বদলি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং অভূতপূর্ব এই উদ্যোগকে স্বাগত জানান। এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content