মোঃ হাবিব ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় উড়াও পাড়ার তোতা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোবিন্দনগর এলাকার উড়াও পাড়ার তোতা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তোতা মিয়ার ছেলে প্রিয় ইসলামকে (১৭) মাদকসহ আটক করেন মাদকদ্রব্য কর্মকর্তারা। পরে একই এলাকার আরিফ (২৫), রাজা (২৩) ও বিজয় (২২) নামের তিন যুবক হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় প্রিয় ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সিপাহি ফেরদৌস কোবির বাঁধন ও এএসআই আব্দুল হালিম আহত হন। পরে থানা থেকে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে একই এলাকার মৃত মালেক আলীর ছেলে ইমরান আলী (২৩), খুশি আক্তারসহ (১৮) আরও কয়েকজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমরান আলীকে ১০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ ফরহাদ আকন্দ বলেন, প্রিয় ইসলামকে গ্রেপ্তার করলে তার ভাড়াটে তিন যুবক এসে আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। সরকারি কাজে বাধা প্রদানে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে ইমরান নামের একজনকে আটক করা হয়েছে। তাকে এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।