জহিরুল ইসলাম, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে তোফায়েল আহম্মেদকে। তোফায়েল আহম্মেদ এর পূর্বে পুলিশ সুপার হিসেবে খুলনায় (এ্যাডমিনিষ্ট্রেশন এন্ড ফিন্যান্স) রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্বরত ছিলেন।মঙ্গলবার রাতে পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র জানায়, মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এক প্রজ্ঞাপনে সুনামগঞ্জের পুলিশ সুপারc পদে ব্যাচ (বিসিএস ২৪) তোফায়েল আহম্মেদকে পদায়ন করা হয়। অন্যদিকে একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জের সদ্য প্রত্যাহারকৃত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) তাকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।