সারাদেশ

গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তরগত চাঁদাবাজের প্রতিবেদন

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৩:২৫:৪৫ প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজ সাগর ছবি সংগৃহীত

মোঃ দেলোয়ার হোসেন মৃধা, বিশেষ প্রতিনিধিঃ ১৫ নং টাঙ্গাব ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাশিয়া গ্রামের বাঘেরববাজার এলাকার একজন ব্যাক্তি নাম সাগর মিয়া সে চাঁদাবাজি অতীত ও করেছে তার অথাৎ ভুক্তভোগীর শিকার উক্তি মূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এখন না কি সে অনেক আওয়ামী দের কাছ থেকে চাঁদা নিয়া এলকায় থাকতে দেয় আর যারা চাঁদা না দেয় তাদের কে হুমকি-দামকী দেয় চাঁদা দেওয়া জন্য, না দিলে তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, রাড়িতে থাকতে দেয় না, এমনকি বাড়ি-ঘর ঘুরিয়ে দিবে বলে ও জানা যায়।

সে অনেক জায়গায় পরিচয় দেয় সমন্বয়ক, আবার কোথাও বলে ছাত্রদলের এটা-সেটা ।

কিন্তু সে বিএনপিসহ কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের সদস্য ও না, জানাগেছে সে এপর্যন্ত বিয়া করছে ৫ টি, তাও শেষ টা আরেক জনের কাছ থেকে ছিনিয়ে এবং অতীতে নারী কেলেঙ্কারির অভিযোগে গণদোলাই ও হয়েছে ।

শুনা যায় কেউ যদি চাঁদাবাজির বিপক্ষে কথা বলে তাকে ও হুমকি দেয় বাড়ি থেকে বের হলে হাত ও পায়ের রগ কেটে দিবে বলে । তথ্য সংগ্রহ করতে গিয়া আমি নিজেও হুমকি সম্মুখীন হয়েছি। সেই সাগর ও তার চাচা বহিষ্কৃত নেতা রইছু মেম্বার কাছ থেকে ।

এই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও গফরগাঁও উপজেলা এবং পাগলা থানা সহ ময়মনসিংহ জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারনী ফোরামের সুদৃষ্টি আকর্ষণ করছে এলাকার শান্তি প্রিয় জনগণ ।

Author

আরও খবর

Sponsered content