মোঃ আল আমিন,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির বালিঘাটা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫, ৫ রমজান) আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রমজানের তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, “পবিত্র রমজান মাসেই মহাগ্রন্থ আল-কুরআন নাজিল হয়েছিল, তাই এ মাসের মর্যাদা অপরিসীম। মানবজীবনের সকল সমস্যার সমাধান কুরআনের আদর্শের ভিত্তিতেই করা উচিত। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য দ্বীন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার)।
এছাড়াও বক্তব্য রাখেন—বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নূর বক্স মন্ডল ,ইউনিয়ন শ্রমিককল্যাণের সভাপতি মোঃ মাসুদুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু ,ইউনিয়ন টিম সদস্য মোঃ তুহিনুর রহমান
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। আলোচনা শেষে ইফতার পরিবেশন করা হয়।