উৎসব অনুৃষ্ঠান

শ্রমিক-মালিক সবাই ইসলামী অনুশাসন পালনের মাধ্যমে সকল বৈষম্য দুর হবে :- শামসুজ্জামান হেলালী

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৫ , ১:৪১:২৮ প্রিন্ট সংস্করণ

(ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি)  : শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সিএনজি অটোরিকশা সেক্টরের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ইসলামে শ্রমিক-মালিক ভাই ভাই। সবাই যদি ইসলামী অনুশাসন অনুসরণ করে, তবে এই সেক্টর থেকে সকল বৈষম্য দূর হয়ে যাবে।

৭ মার্চ, শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সিএনজি অটোরিকশা সেক্টরের আয়োজনে শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেক্টরের সভাপতি বশির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ।

প্রধান অতিথি বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শ ভিত্তিক সংগঠন। এটি শুধু শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনই করছে না, বরং শ্রমিক মেহনতী মানুষের কল্যাণে অবদান রাখছে। আজকের ইফতার সামগ্রী বিতরণ সেই চেষ্টারই অংশ।” তিনি শ্রমিকদের আহ্বান জানিয়ে বলেন, “নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকার নিচে সবাইকে একত্রিত হতে হবে।”

এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মুহাম্মদ শাহিন, মোতালেব হোসেন, জাহাঙ্গীর মুহুরীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

Author

আরও খবর

Sponsered content