চট্টগ্রাম ব্যুরো:- ৫ দিন অতিবাহিত হলো মোঃ তানজীম আহম্মেদ তামীম বাসায় ফিরে আসেনি। গত ২ মার্চ বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম হালিশহর থানাধীন বি-ব্লক ৩ নং লেইন আজাদ ম্যানশন বাসা থেকে বের হয় প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে তারপর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। তার সাথে থাকা ব্যবহারিত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। মোঃ তানজীম আহম্মেদ তামীম এর বাবা মা সকল আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। তামীম হালিশহর চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। অনেক খোঁজাখোজির পরও কোনো সন্ধান না পেয়ে গত ৪ মার্চ হালিশহর থানায় তামীমের মা নিলুফা বেগম সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং -১৯৫। তার সন্ধান কেউ পেলে হালিশহর থানায় অথবা ০১৫৮৬২৮৩৪৩২/ ০১৮৪১২৯৯২২৬ যোগাযোগ করার অনুরোধ করা গেলো।।