তপন দাস, নীলফামারী : ‘অধিকার,সমতা,ক্ষমতায়ন, নারী কল্যাণ উন্নয়ন ’—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৮ই মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি বিষয়ক প্রশিক্ষক সোনামণি কলির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, উপসহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
পরে দুঃস্থ নারীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।