তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে কাথলী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে জেলের উপর হামলা অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের নুর মোহাম্মদ শিকদারের পুত্র শুভ শিকদার (২৩), তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলের উপর অতর্কিত হামলা চালায়।
আহত শুভোর পিতা বাদী হয়ে ফকিরহাট মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তকারিরা হলেন- মূলঘর গ্রামের শহীদ (৪৫), পিতা অজ্ঞাত, শান্তিগঞ্জ মোড়ের রুবেল (৩৫), পিতা-অজ্ঞাত এবং আরও অজ্ঞাতনামা ৪/৫ জন।
ভুক্তভোগীর পিতা বলেন ফকিরহাট থানাধীন কাথলী গ্রামস্থ একটি মাছে ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে গত (৩ মার্চ) সোমবার সকাল অনুমানিক ১১ টায় আমার ছেলে শুভ শিকদার’সহ আরও কয়েকজন মিলে ঘেরে দিনমজুরের কাজ করতে যায়। মাছের ঘেরে কাজ করা কালীন প্রতিপক্ষের সাথে বিরাজমান তর্ক বিতর্কের এক পর্যায়ে আমার ছেলে শুভ শিকদারের সাথে হাতাহাতি হয়। তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে হাতুড়ী দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে। তার সাথে থাকা কাজের লোক এবং স্থানীয় লোকজন ঘটনাটি সেখানে মিটিয়ে সমাধান করে দেয়। পরবর্তীতে আমার ছেলে বাড়িতে আসার সময় তার চলার পথ গতিরোধ করে ফকিরহাট থানাধীন কাথলী গ্রামস্থ নিক্সন মেম্বারের বসত বাড়ীর সামনে আসা মাত্রই রুবেলের হুকুমে অজ্ঞাতনামা ৪/৫ জন লোক তাদের হাতে থাকা হাতুড়ী দিয়ে শুভোকে ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা থেকে পা পর্যন্ত এলোপাতারী ভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। তার কানে, হাটুতে ও মাজায় সহ বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় শুভোকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শুভোকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন শুভ শিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের জানান, আমি একজন দিনমজুর জেলে টাকার বিনিময়ে মাছের ঘেরে কাজ করে সংসার চালায়। আমার দিনের নায্য পাওনা চাইলে ঘটনার দিন ঘের মালিক শহীদ ও তার শ্যালক রুবেলসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য হাতুড়ী দিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে আঘাত করে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দুইদিন যাবৎ চিকিৎসাধীন রয়েছি, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই অপরাধীদের আইনের আওতায় এনে সকল দোসীদের শাস্তির ব্যবস্থা করুন।
এব্যাপারে ফকিরহাট মডেল থানার এস আই শিবলি নোমানীর কাজে অভিযোগের বিয়য়টি জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগটি পেয়েছি এবং ঘটনায় আহত শুভ শিকদারকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিকটিমের জবানবন্ধী নিয়েছি এবং বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যাবস্থা নেওয়া হবে।