জনপ্রিয় - নিউজ

সন্তুষ্টির মাঝেই প্রকৃত সুখ নিহিত

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৪:৫৬:০৭ প্রিন্ট সংস্করণ

এক পর্যটক কক্সবাজার বেড়াতে গেছেন । ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে মাছ ধরা দেখে তিনি খুব আনন্দ পেলেন। জেলেদের কাছে গিয়ে বললেন, “আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”

“বেশিক্ষণ না!” জেলেদের ঝটপট জবাব।

“তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?” পর্যটক প্রশ্ন করেন।

“আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।” জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” পর্যটক জিজ্ঞাসা করেন।

জেলেরা উত্তর দেয়, “আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি।”

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, “আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।”

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।” পর্যটক বলতে থাকেন।

“এসব করতে আমাদের কত সময় লাগবে?” জেলেরা জানতে চান।

“কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।” একটু ভেবে জবাব দেন পর্যটক।

“তারপর?” জেলেদের চোখে কৌতূহল।

লোকটা হেসে বলেন, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা অবাক দৃষ্টিতে প্রশ্ন ছুঁড়ে দেন।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।”

জেলেরা উদাসভাবে বলেন, “সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্টের জীবনের মানে কি?”

প্রকৃতপক্ষে সন্তুষ্টির মাঝেই প্রকৃত সুখ নিহিত।

Author

  • প্রকাশক ও সম্পাদক

    আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. নুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অছি ক্লোজড!

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুর, চান নিয়মিত নির্বাচন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮