শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ

ইবিতে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Muktokathan news
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩ Time View

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের উদ্যোগে শিল্পী ও সুধীজনের সম্মানে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, আল-হাদিস বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আল-কুরআন বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিঝি। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান, সংগঠনের পরিচালক মু. ওয়ায়েস কুরুনীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, মাগুরার ছোট্ট শিশু আছিয়ার ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তা আমাদের সমাজে বিদ্যমান এক ভয়াবহ অপসংস্কৃতির প্রতিচিত্র। এই ধরনের ঘটনা কোনো সুস্থ সমাজের পরিচায়ক হতে পারে না। সমাজে আজ যে বর্বরতা ছড়িয়ে পড়েছে, তার অন্যতম কারণ হচ্ছে নৈতিক শিক্ষার অভাব এবং অপসংস্কৃতির প্রভাব। বর্তমান সময়ে মুঠোফোন যেমন আমাদের জ্ঞানচর্চার অসীম সুযোগ এনে দিয়েছে, তেমনি এর অপব্যবহার আমাদের নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে উঠছে। তিনি আরও বলেন, সংস্কৃতি সমাজ গঠনের অন্যতম প্রধান উপাদান। সুস্থ সংস্কৃতি একটি জাতিকে আলোর পথ দেখাতে পারে, আবার অপসংস্কৃতি সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। রমজান আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়, আর প্রকৃত তাকওয়া হলো সকল ধরনের অপসংস্কৃতি থেকে বিরত থেকে নৈতিক ও সুস্থ জীবনযাপন করা।

১৯৮৭ সালে ‘অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে আমরাই ব্যতিক্রম’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই সংগঠনটির প্রধান লক্ষ্য। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Authors

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102