মুক্তকথন ডেস্ক : নিপীড়ন ও ধর্ষণের বিচার নিশ্চিত করতে এবং প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ (তারিখ উল্লেখ করুন) দুপুর ১২টায় বাইপাইলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী আল মামুন নোমান, মনজুর হক আকাশ, রাকিব হাসান, মীম আক্তার, সিয়াম পাটোয়ারীসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় কিছুদিন আগে নির্যাতনের শিকার আহত শিক্ষার্থী মোহাম্মদ অনিক খানও সেখানে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবি জানান। ছাত্রনেতা আল মামুন নোমান বলেন, “দেশের আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার পরিবর্তন না ঘটালে এদেশ থেকে ধর্ষক নির্মূল করা সম্ভব না।”
বিক্ষোভকারীরা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।