বাংলাদেশ

বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৩:৩৪:৪৯ প্রিন্ট সংস্করণ

মোঃ সাইফুল ইসলাম,সিলেট বিভাগীয় প্রধানঃ একঝাক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার ৭ মার্চ, চট্টগ্রাম প্রেস ক্লাবের হল সেভেন এ নারী সম্মাননা, এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, উদ্বোধক সম্যকের উপদেষ্টা সাংবাদিক উৎফল বড়ুয়া, সংবর্ধিত অতিথি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। মূখ্য আলোচক ছিলেন লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রধান বক্তা বেপজা কর্মকর্তা প্রকৌশলী রিটন বড়ুয়া। সম্যক প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কর আইনজীবী বুলবুল বড়ুয়া, কৃষাণু বড়ুয়া, বিপন বড়ুয়া। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অভি বড়ুয়া, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া, অনুষ্ঠান আহ্বায়ক রুপস বড়ুয়া রাজু। পবিত্র ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন সম্যক রাউজান শাখার ধর্মীয় সম্পাদক ভদন্ত শীলমিত্র ভিক্ষু।

অনুষ্ঠানে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ লিপি বড়ুয়া (সাহিত্যে), সনচিতা বড়ুয়া (সমাজসেবা), প্রিয়াংকা বড়ুয়া (নৃত্য), সোহেলী চাকমা (উপস্থাপিকা), ডা. ঋতু বড়ুয়া (মানবসেবা) নারী সম্মাননা প্রদান করেন। এছাড়া এসএসসি, এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। সপ্তষী চৌধুরী, মনিষা বড়ুয়া ও বিজিতা বড়ুয়া হাসির সঞ্চালনায় নৃত্যরূপ একাডেমি প্রযোজনায় নৃত্য ও গানে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content