সারাদেশ

মধ্যনগরে নারী শিক্ষার্থীদের অদম্য নারী কর্ণার স্থাপন জহিরুল ইসলাম

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৬:৫৭:১১ প্রিন্ট সংস্করণ

মধ্যনগর উপজেলা (সুনামগঞ্জ), প্রতিনিধিঃ সুনামগঞ্জের হাওরাঞ্চল মধ্যনগর উপজেলার পিছিয়ে পড়া অনগ্রসর নারী শিক্ষার্থীদের মেন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট বা মাসিকের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ‘ অদম্য নারী কর্ণার’ স্থাপন করা হয়েছে।বিদ্যালয় চলাকালীন সময়ে কোনো নারী শিক্ষার্থীর মাসিককালীন জরুরি সময়ে এ ‘অদম্য নারী কর্ণার ‘ থেকে স্যানিটারী প্যাড,স্বাস্থ্যসম্মত টয়লেট,হাত ধৌত করার জন্য বেসিন,হ্যান্ড ওয়াশ-সাবান,বিশ্রামের জন্য বিছানা, প্রাথমিক চিকিসাসহ পাবে। এসব সুবিধা নেওয়ার জন্য একটি রেজিস্ট্রার খাতায় নাম,রোল লিপিবদ্ধ করতে হবে। একজন শিক্ষার্থী প্রতিমাসে ৩ টি স্যানিটারী নিতে পারবেন।

গতকাল শনিবার সকাল ১১ টার দিকে মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের নারী শিক্ষার্থীদের এ জন্য এ অদম্য নারী কর্ণারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল রায়। এসময় তিনি নারী কর্ণার নিয়ে বিভিন্ন আলোচনা তুলে ধরেন।

এসময় বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান, বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন তালুকদার, সহকারী শিক্ষিকা লায়লা সুলতানা, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদ আলম প্রমুখ।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content