তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধ : বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোংলার টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাদাবন সংঘ’র আয়োজনে আলোাচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকাল ১১টায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাখালি ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সভাপতি মোঃ নাজির উদ্দিন শেখ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী গীতা প্রামান্য, লিকু রায়, মানছুরা বেগম, পুষ্প রায়, মনীষা মজুমদার, বাদাবন সংঘ’র হোসনে আরা, মেহেদী হাসান, কামরুন নাহার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা আছিয়া’র ধর্ষক"সহ দেশে সম্প্রতি ঘটে যাওয়া সকল ধর্ষনকান্ডের ধর্ষক, ইভটিজার এবং নারী নির্যাতনকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
আলোচনা সভার আগে একটি বর্ণ্যাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। সবশেষে নারী অধিকার বিষয়ক নাটিকা মঞ্চস্থ করা হয়।