আখলু খাঁন, ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে উপজেলা বিএনপি’র আওতাধীন তাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
১০ মার্চ (সোমবার বার) উপজেলার তাজপুর কাশিকাপন আধুনিক কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জুনু মিয়ার পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেন, দেশে নির্বাচন অতিব জরুরী তাই নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষ কে ভয় দেখিয়ে নয়, ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে, এবং একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
লুনা বলেন, দীর্ঘ দিন পরে খোলা আকাশের নিছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক জায়গায় জড়ো হতে পেরেছি। অতীতে দলের অনেক ইফতার মাহফিলসহ না না আয়োজন করলে ও তা সবাইকে নিয়ে একসাথে করা সম্ভব হতো না। তার একমাত্র কারন ছিলো স্বৈরশাসকের মামলা হামলা, নির্যাতন, নিপিড়ন।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছিলো যে, আমরা বিএনপি করি বলে, সাধারণ মানুষ আমাদের সাথে কথা বলতে, বা কাছে আসতে ভয় পেত। তার একমাত্র কারন মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন, গুম খুনের ভয় ছিলো মানুষের। লুনা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত ১৫ বছর ধরে সংগ্রাম করছে, আমাদের নেতাকর্মীরা অসংখ্য মামলায় নির্যাতনের শিকার হয়ে কোটের বারান্দায় এবং দিনের পর দিন জেল কাটতে হয়েছে। এই অঞ্চলের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছিলো স্বৈরাচার সরকার, ওনি কোথায় আছেন কি করছেন আজ ১৩ বছর অতিবাহিত হয়েছে ওনার সন্ধান আমরা এখনো পাইনি।
এচাড়া বাংলাদেশের অসংখ্য বিএনপির নেতাকর্মীরা এই গুম খুনের স্বীকার হয়েছেন, কেউ হয়েছেন গুমের স্বীকার, কেউ ক্রসফায়ারের, এই ১৫ বছরের আন্দোলনে নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে সর্বশেষ ২৪শের জুলাই আগস্টের আন্দোলনে বৈষম্য বিরোধী প্রেক্ষাপট ছিলো সেটা, সেই আন্দোলনে বাংলাদেশের নাগরিক ফ্যাসিবাদ বিরোধী সকল দল মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে সারা ঢাকা শহরকে স্থবির করে দিয়েছিলো, তখন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাথে সাথে তার দোসর রা ও পালিয়ে গেছে।
আলহামদুলিল্লাহ দেশ ও জাতি এখন স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমাদের দীর্ঘ দিনের একটি দাবি ছিলো নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার, এবং জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটি জাতীয় নির্বাচনের প্রত্যাশা করছি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ভয় দেখিয়ে নয় ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। এবং একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
বিএনপির প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে লুনা বলেন, এই অঞ্চলের প্রবাসীরা তারা সবসময় দল ও দেশের জন্য কাজ করে আসছেন। আজ তাজপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে যে ইফার মাহফিলের আয়োজন করা হয়েছে, অনেকেই প্রবাসে রছেন, আমরা ধন্যবাদ জানাই সকল প্রবাসীদের যারা দেশের যেকোন অনুষ্ঠানে অপরিসীম ভূমিকা রাখেন, আপনাদের আগামীতে ও অনেক দ্বায়িত্ব রয়েছে, আমাদের ও আপনাদের উপর দায়িত্ব রয়েছে সব কিছুর অবসান ঘটবে দেশ একটি শৃঙ্খল পর্যায়ে গেলে।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রফিক উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইস্তা মিয়া, শফিক আহমদ মেম্বার, শাহিন মিয়া, সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক এবং তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, তাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুশ সহিদ, যুগ্ম সম্পাদক শাকির আহমদ, নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জমির, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি আক্তার আহমদ শাহীন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এম বি এ শিপনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমূখ।