নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সম্প্রতি সময়ে সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও যৌণ নিপীড়নের বিরুদ্ধে নান্দাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপর ১২ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলটি নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ গেইট প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিলে উপজেলা বিভিন্ন স্কুল,কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 'তুমি কে আমি কে, আছিয়া আছিয়া' 'ধর্ষকের ফাঁসি চাই', ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না' 'বিচারহীনতার সংস্কৃতি মানি না” ইত্যাদি স্লোগান দেন। এসময় বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবী শেফালী আক্তার, শিক্ষার্থী পাপিয়া সুলতানা পপি,আরজুন জান্নাত মাইদা সহ প্রমুখ। বক্তারা সম্প্রতি সময়ে শিশু ধর্ষণের ব্যাপক প্রতিবাদ জানান। সেই সাথে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে সবোচ্চ শাস্তি দাবি করেন। একটি সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।