সেই রাতের কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে।
একটা সুন্দরী পরী প্রতিদিন আমার সাথে শা*রীরিক স*ম্পর্ক করে, হ্যাঁ, ঠিক এমনই একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমার জীবনে।
ঘটনাটা আমি প্রথম বুঝতে পারি তিনদিন আগে। হয়তো রাত তখন ২/৩টা বাজে, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আমি অনুভব করলাম আমার রুমে কেউ একজন আছে।
আমি তাড়াতাড়ি করে উঠে বসতে চাই, কিন্তু যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেপে ধরে রেখেছে। ঘরের আমি স্পষ্ট অনুভব করলাম, একটা হালকা সুবাস ভেসে আসছে। অন্ধকারের মধ্যেও মনে হলো, কেউ যেন আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে।
আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, আমি দ্রুত রুমের লাইট জ্বালানোর জন্য হাত বাড়াতেই হঠাৎ জানালার পর্দা দুলে উঠলো, এবং একটা ধোঁয়ার মতো ছায়া নিমেষের মধ্যে বাতাসে মিলিয়ে গেলো।
লাইট জ্বালিয়ে নিজের দিকে তাকিয়ে দেখি, আমার জামা একটু এলোমেলো হয়ে আছে, শরীরেও একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। আমি ভাবলাম, হয়তো কোনো স্বপ্ন দেখছিলাম। মানুষ তো স্বপ্নে অনেক কিছু দেখে।
কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। পরের রাতে আমি তেমন কিছু অনুভব করি নি।
তৃতীয় রাতেও আমার সাথে আবার একই ঘটনা ঘটে।
পর পর একই ঘটনা ২/৩ দিন ঘটার পর, আমি আর অপেক্ষা করতে পারলাম না। ঠিক করলাম, আজ আমি ঘুমের ভান করে শুয়ে থাকবো, দেখবো এই অদ্ভুত রহস্যের আসল সত্য কী?
রাত গভীর হতেই আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর একটা হালকা বাতাসের ঝাপটা অনুভব করলাম। জানালার পর্দা খানিকটা উড়তে শুরু করলো, তারপর ধোঁয়ার মতো একটা কিছু আমার রুমে ঢুকে আসলো।
চোখের পাতার ফাঁক দিয়ে দেখলাম, ধোঁয়াটা ধীরে ধীরে একটা নারীর রূপ নিচ্ছে। অসম্ভব সুন্দরী এক নারী, যেন কোনো স্বপ্নপুরীর বাসিন্দা। সে আমার পাশে এসে বসল, ধীরে ধীরে তার হাত রাখলো আমার বুকে।
আমিও আর ঘুমের ভান করে শুয়ে থাকতে পারছি না।
আমি হঠাৎ তার হাত চেপে ধরলাম। তারপর বললাম,
— কে তুমি? তুমি এখানে কেন আসছো?
মিষ্টি কণ্ঠে মেয়েটি বললো, আমি রুহি, আমি তোমাকে ভালোবাসি।
— তুমি কেনো রাতে আমার কাছে আসো? আমার সাথে এভাবে ঘ*নিষ্ঠ হও? তুমি তো মানুষ নও! তাহলে তুমি আমার সাথে শা*রীরিক স*ম্পর্ক কর কেন?
পরীটা একটু হাসলো, বললো, ভালোবাসা কি শুধু মানুষের হয়? আমি তো তোমাকে মনের গভীর থেকে চাই, তোমাকে ছুঁতে চাই, তোমার কাছে থাকতে চাই।
আমি একটু রে*গে গিয়ে বললাম, এটা তো ঠিক নয়, তুমি আমাকে না জানিয়ে, না বুঝিয়ে এসব করছো। এটা তো অন্যায়!
পরীটা চোখ বড় বড় করে বললো, ভালোবাসা কি অন্যায় হতে পারে? আমি জানি, তুমি হয়তো আমাকে মেনে নিতে ভয় পাচ্ছো, কিন্তু আমি তোমার সঙ্গেই থাকবো।
আমি একটু রা*গ দেখিয়ে বললাম, না, এটা সম্ভব না! তুমি এখনই চলে যাও। তুমি এখানে আর আসবে না।
পরী মিষ্টি হেসে বললো, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু তোমার হৃদয় আমাকে ডাকবে, আমি আবার আসবো।
পরীর কথাগুলো শুনে মনে হলো, যেন কোনো মায়াবী শক্তি আমাকে ঘিরে ফেলছে। চোখের সামনে ধোঁয়াটা মিলিয়ে গেলো, আর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম।
সকালে ঘুম ভাঙলো বন্ধুর ফোনের শব্দে। বন্ধুরা কলেজে যাওয়ার জন্য ডাকছে।
কলেজে গিয়ে ঘটনাটা বন্ধুদের বলতেই সবাই হেসে উড়িয়ে দিলো।
সাজিদ হাসতে হাসতে বললো, বাহ হৃদয়! তোকে তো পরী পটিয়েছে! আমরা তো কল্পনাতেও পরী দেখতে পায় না, আর তুই ডিরেক্ট……
সেখানে আমার প্রেমিকা মিতুও ছিল। সেখানে মিতু কোনো কথা বললো না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলো। আমি বুঝতে পারলাম, ও কষ্ট পেয়েছে। মিতু ওখান থেকে ওঠে চলে যেতে লাগল।
আমি মিতুর দিকে এগিয়ে গিয়ে বললাম, শুনো তো, রা*গ করছো?
মিতু চোখের পানি আটকে বললো, আমি কীভাবে সহ্য করবো হৃদয়? তোমার সাথে অন্য কেউ এরকম…
ওর কষ্ট দেখে আমারও মন খারাপ হয়ে গেল। আমি তাকে বললাম, মিতু, আমি কিছু বুঝতে পারছি না, আমি তো তোমাকে ভালোবাসি!
মিতু আর কোনো কথা না বলে চলে গেলো।
কলেজ শেষে বাড়িতে ফিরলাম, শরীরটাও ভালো লাগছিল না। সারাদিন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল রাতের ওই পরীটার কথা। যে প্রতি রাতে আমার রুমে আসতো, আমার সাথে সহ*বাস করতো।
সেই রাতেও যখন আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, আমি অনুভব করলাম……..
গল্প: পরীর সহ*বাস
পর্ব : ০১
#লেখক__ফাহাদ
[চলবে………..]
একজন সাধারণ ছেলের সাথে পরীর শারীরিক সম্পর্কের রহস্যময় গল্প নিয়ে হাজির হলাম। নতুন গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন।
এই গল্পটা কেউ কপি বা ইউটিউবে চ্যানেলে প্রচার করবেন না।