সারাদেশ

মধ্যনগরে চাঁদাবাজিকে কেন্দ্রকরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৩:৫৮:৩৯ প্রিন্ট সংস্করণ

মধ্যনগর প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সোমবার(১০ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মোহাম্মদ আলী (৬৫) নামে এক নিরীহ পথচারী নিহত হন।নিহত মোহাম্মদ আলী ওই এলাকার হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ী থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় ছাত্রদল নেতা হারুনুর রশীদ গ্রুপ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দু’গ্রুপের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হলে হযরত আলী গ্রুপ হারুনের লোকজনকে ধাওয়া করে। এতে হারুন গ্রুপ পালিয়ে যায়। মাগরিবের নামাযের পর হারুন গ্রুপের শতাধিক লোক দেশীয় অশ্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মহিষখলা বাজারে এসে হযরত আলী গ্রুপের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় নিরীহ পথচারী মোহাম্মদ আলী দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন ও অর্ধশতাধিক লোক আহত হন।

এঘটনার পরপরেই মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়, এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনাস্থলে থাকা মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, সন্ধ্যায় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং মোহাম্মদ আলী নামে একজন মারা গেছেন।তবে ধারনা করা হচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছেন।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content