প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৩:৩৫:৪১ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ ২৫) দিনগত রাত ৩টার দিকে নগরের আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহবুবুর রহমান দুলাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর ছিলেন। তিনি সাবেক ২ নম্বর প্যানেল মেয়র ও বর্তমান মহানগর আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাহবুবুর রহমান দুলাল প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। দুর্নীতিবাজ হিসেবেও আলোচনায় আছেন। এছাড়া তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তিনি ৫ আগস্টের পর থেকেই গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, মাহবুবুর রহমান দুলালকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাকে রিমান্ডে নিতে আবেদন করা হবে।