আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের চৌকস নেতৃত্বে
অদ্য-১১/০৩/২০২৫ খ্রি. ভোর-০৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই/জয়নাল আবদীন, এসআই/নুরুন নবী সঙ্গীয় ফোর্স’সহ বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল থানাধীন নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গোগদ স্টেশনে সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সিলেট হইতে ঢাকাগামী মাদক বহনকারী বিসমিল্লাহ পরিবহন নামক ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৩৫ বাস তল্লাশী করে সাদা রংয়ের প্লাস্টিকের ০৩ টি বস্তায় ভর্তি অবস্থায় সবমোট- ২৫ কেজি মাদক (গাজা) উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং এ ঘটনার সাথে জড়িত গাড়ী চালক সহ ০৩ মাদক ব্যবসায়ী ১। মোঃ আবুল কাশেম(৩৬), পিতা-মোঃ আলাই মিয়া, মাতা-রাজ বানু, সাং- দোলফপুর, ০৬ নং ওয়াড়, ০২ নং রিচি ইউনিয়ন, থানা- সদর, জেলা- হবিগঞ্জ ০২। সুমন বনিক(৩৮), পিতা- সুবির বনিক, মাতা- রানী বনিক, সাং- কাঠিয়ারা,(মাদবপুর বাজারের পাশে), ০৬নং পৌর ওয়াড়, মাধবপুর পৌরসভা, থানা- মাধবপুর,জেলা- হবিগঞ্জ, ০৩। মোঃ তরিকুল ইসলাম (৩১), পিতা- আসাদুল্লাহ, মাতা- সেফালী বেগম, সাং- তিলাই, ০৪ নং ওয়াড়, গিলমুন্ডা ইউনিয়ন, থানা- জলঢাকা, জেলা- নীলফামারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সরাইল থানার মামলা নং-১৭ তারিখ: ১১/০৩/২০২৫ খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারনির ১১(গ), ৩৮, ৪১রুজু হয়। এসআই জয়নাল আবেদীন মামলাটি তদন্ত করছেন। গ্রেফতারকৃত ৩ নং আসামী তরিকুল ইসলাম একজন পেশাদার এবং অভ্যাসগত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে নরসিংদী কিশোরগঞ্জ বিভিন্ন থানায় ০৪(চার)টি মাদকের মামলা চলমান আছে।
সরাইল থানা অফিসার ইনসার্জ (ওসি)রফিকুল হাসানকে জিজ্ঞেস করলে তিনি বলেন সরাইলে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।