সারাদেশ

গফরগাঁওয়ে মাদক ব্যবসা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৪:৪১:৩৮ প্রিন্ট সংস্করণ

মোঃ দেলোয়ার হোসেন মৃধা, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইমরান(৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের শিলাসী কড়ইতলা আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ইমরান পৌরশহরের আশ্রায়ন প্রকল্পের ১৮নং ঘরের বাসিন্দা ও আব্দুল মালেকের ছেলে।
।এক বছর আগে সে বিয়ে করেছে । তার স্ত্রী সাবিনা (২২) ৮ মাসের সন্তান সম্ভবা।
অভিযুক্ত মাদকাসক্ত সানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিহ্নিত দালাল।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে তিনটার দিকে ইমরান কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখে কড়ইতলা আশ্রয়ন কেন্দ্রের সামনে সানীর নেতৃত্বে দুই মাদকসেবী মোটর সাইকেলে বসে ইয়াবা সেবন করছে এবং উচ্চস্বরে অসংলগ্ন কথাবার্তা চলছে। ইমরান প্রতিবাদ করে বলে রোজার দিন এসব কাজ ভালো না। এ সময় সানী ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেল থেকে নেমে তাদের মোটর সাইকেল থেকে রড বের করে ইমরানের পথরোধ করে। প্রথমে ইমরানের কাছে ৭’শ টাকা পাওনা দাবী করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সানী মাথা সহ ইমরানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী পিটাতে থাকে।

এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে ইমরানকে রিকশা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে সানী ও তার লোকজন হাসপাতাল গেইটের সামনে আবার তাকে মারধর করে।
হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা সেবা দিতে বাঁধা দেয়। ইমরানের পরিবারের লোকজন মাইক্রোবাস করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৬ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে কাছাকাছি এলাকায় তার মৃত্যু হয়।

ইমরানের বোন চম্পা (৩৮), ভাগনে মুন্ন (১৮), তুহীন (২০) কাঁদতে কাঁদতে জানায় হাসপাতাল গেইটে আবার হামলা করে মারধর না করলে এবং হাসপাতালে চিকিৎসা সেবা দিতে দিলে হয়তো ইমরানকে বাঁচানো যেতো।

এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে। ভিজিট: www.muktokathannews.com (ইন্স্যুরেন্স আওতাভুক্ত)

    View all posts

আরও খবর

Sponsered content