গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।
বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। এর কিছু সময পর তারা মহাসড়ক অবরোধ শুরু করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) এর বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে সে বাড়ি চলে যায়। বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময ৫.৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা ও ট্রাকে চাপায় মারা যায়। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গোল্ডেন রিফিট কারখানা শ্রমিকরা,এক সময় এলাকাবাসীর মধ্যেও চাপা খুব বিরাজ করতে দেখা যায়, কারণ একজন শ্রমিক হলেও তার জীবনের মূল্য আছে জীবনের মায়া আছে পরিবার পরিজন আছে।
শ্রমিকদের মধ্যে চরম খুব বিরাজ করছে কারণ এইখানে প্রতিনিয়তই এরকম দুর্ঘটনার কবলে পতিত হচ্ছে প্রতিনিয়ত শ্রমজীবী পেশাজীবী থেকে সকল শ্রেণীর মনের মানুষ হঠাৎ হঠাৎ এখানে এক্সিডেন্ট ঘটে যায়, সরকারের জুড় ব্যবস্থা এবং তদারুকির প্রয়োজন অতি দ্রুত,এরকম ন্যাক্কার জন্য ঘটনার যেন বারবার না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার দিকে নজর দিতে বলেছেন প্রশাসনকে।
এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়
ঘটনাস্থলে থানা পুলিশ শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে,এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।