বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
টিসিবি’র চালের বাস্তায় হাসিনার স্লোগান; টিএনও বললেন ব্যবস্থা নেওয়া হচ্ছে জলবায়ু অভিযোজিত কৃষিতে নারীর ক্ষমতায়নে টেকসই শক্তি স্থানান্তর বিষয়ে অবহিতকরণ সভা নান্দাইলে ইফতার মাহফিলে’ বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: চসিক মেয়র ডা. শাহাদাত বাগেরহাটের মোংলায় চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১ নিয়মনীতির তোয়াক্কা না করেই রাতের আধারে ড্রেন নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার, আল্লাহ আপনি সুন্দর তাই আপনার বিচার সুন্দর!! শাহজাদপুরে ৭জন সাংবাদিকের উপরে হামলা, ১জন হাসপাতালে ভর্তি কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

পীরগঞ্জে সেনা সদস্য ও কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Muktakathan News
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত এক সহকারী ভুমি কর্মকর্তার ভোগ দখলীয় জমির সীমানা প্রাচীর ভেঙ্গে জবর দখল করার অভিযোগ উঠেছে শাহাজান আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও এক সাবেক কাউন্সিলল সহ কয়েকজনের বিরুদ্ধে। বুধবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে অবসরপ্রাপ্ত সহকারী ভুমি কর্মকর্তা আনিসুল হক নামে এক ভূক্তভোগী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুল হক অভিযোগ করেন, পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটী মৌজার ১৪ নং খতিয়ানের ৪৩৬ নং দাগের সাড়ে ৪২ শতক জমি তিনি ২০১৮ইং সালে তার স্ত্রী খালেদা পারভীনের নামে ৩১৯০ নং দলিল মুলে ক্রয় করে খারিজ করে ভোগ দখল করতে থাকেন। গত ২০২২ইং এবং ২০২৩ইং সালে তার স্ত্রী খালেদা বেগম মিত্রবাটী এলাকার জসিম উদ্দিনের ছেলে অবরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহাজান আলী ও সাবেক পৌর কাউন্সিলর মির্জামুল হক সহ কয়েকজনের কাছে ঐ সাড়ে ৪২ শতক জমি বিক্রি করে দখল বুঝিয়ে দেন। পরে তারা নিজ নিজ নামে ওই জমি খারিজ করে ভোগ দখল করে আসছেন।
সম্প্রতি মিত্রবাটী এলাকার জনৈক মিন্টুর উস্কানিতে অবরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহাজান আলী এবং সাবেক পৌর কাউন্সিলর মির্জামুল হক সহ কয়েকজন ভূমিদস্যু আনিসুল হকের মিত্রবাটী মৌজার ১৯ নং খতিয়ান ও ৪৩৭ নং দাগের সাড়ে ৩৫ শতক জমির উপর নির্মাণ করা প্রাচীর ভেঙ্গে বাঁশের বেড়া দিয়ে অন্যায় ভাবে জবর দখল করে নেন। এ সময় আনিসুল হক ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাঁধা দিলে তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেন তারা। তারপর থেকে ওই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সাবেক কাউন্সিলরের লোকজন আনিসুলের বাড়ির আশে পাশে বিভিন্ন সময়ে অস্ত্রসস্ত্র নিয়ে ঘুরাফেরা করছেন। এ ঘটনায় পীরগঞ্জ থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না তিনি। এতে আতঙ্কিত হয়ে জীবনের অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন আনিসুল সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা।
অভিযোগ বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহাজান আলী জানান, অনিসুল ভুয়া কাগজ পত্র দেখিয়ে তাদের কাছে জমি বিক্রি করে তাদের সাথে প্রতারনা করেছেন। এজন্য তারা আনিসুলের অন্য জমি দখল করেছেন।
সাবেক কাউন্সিলর মির্জামুল বলেন, আমি কারো জমি দখল করিনি। আমাকে অন্যায় ভাবে দোষারোপ করা হচ্ছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচর্জ তাজুল ইসলাম বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102